নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার জোড়া খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি আদালতে মৃত্যুদণ্ড রায় প্রাপ্ত মোহাম্মদ মিরাজুল কে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে সাজাপ্রাপ্ত এই মিরাজুল ২১ বছর ধরে পলাতক ছিল, পুলিশ তাকে সনাক্ত করে খাগড়াছড়ি এলাকা থেকে শুক্রবার ভোর রাতে গ্রেফতার করে।
গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে ।
পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সালে মঠবাড়িয়ায় তার ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দণ্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ডের আদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিল।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসলেই তাকে আদালতে প্রেরণ করা হবে।