sliderস্থানীয়

পিরোজপুরে পালিত হল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

নাছির উদ্দিন, পিরোজপুর: কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ আজ পিরোজপুরে এই স্লোগান দিয়ে শুরু হল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’-এর ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে অপরিহার্য হিসেবে গণ্য করে তথ্য কমিশনকে দলীয়করণের সংস্কৃতি থেকে রক্ষা করে এর আমূল সংস্কার এবং সর্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংশোধনসহ ১৩ দফা সুপারিশ উত্থাপন করেছে।

শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশরাফুল আলম খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সরকারি সোহরাওয়ারর্দী কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার লেলিন বালা, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক এমএ রব্বানী ফিরোজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পিরোজপুরের মো. জহিরুল কাউম।

সভায় বক্তারা সকল জায়গা থেকে যেন তথ্য খুব সহজে পাওয়া যায় তার জন্য সব অধিদপ্তরে বিশেষ করে সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট আপডেট করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও তথ্য অধিকার সম্পর্কে তাৎপর্য তুলে ধরেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button