পিরোজপুর প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায়। জাতীয় যুবদিবস উপলক্ষে পিরোজপুর র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সার্কিট হাউস থেকে র্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সাভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, যুব ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়।
উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর মোঃ মমিনুর হক বকাউল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দি কলেজ বাংলা বিভাগের প্রভাষক মো: সানাউল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পিরোজপুর,প্রতিনিধি শাহরিয়ার আমিন সাগর ও রেদওয়ানুল ইসলাম সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।