পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আজ দিনব্যাপী ইমাম ও খতিবদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইমাম সমিতির জেলা প্রশাখার সভাপতি মুফতী মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও জাতীয় ইমাম সমিতির জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়, এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মো. আবু নাছের। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, ইতিপূর্বে আলেমদের উপর অনেক জুলুম করা হয়েছে, আপনাদের কথা বলতে দেয়া হয় নাই, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওয়াজ মাহফিল বাধা দেয়া হয়েছে। তিনি বলেন, আমার স্পষ্ট ঘোষণা এসব আর চলতে দেয়া হবে না। তিনি উপস্থিত ইমাম ও খতিবদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কারো বিরুদ্ধে যদি বিরুদ্ধে কোন মিথ্যা মামলা থেকে থাকে, আমাকে জানাবেন। আমি মামলা খারিজের প্রয়জনীয় ব্যবস্থা নেব। এখন থেকে আর এই ধরনের অন্যায় করতে দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, মানুষেরা ঈমামদের প্রতি আস্থা-বিশ্বাস রাখেন। তিনি বলেন, আপনারা ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক দমনে আমাকে সর্বাত্মক সাহায্য করবেন। এসময় উপস্থিত সকলকে তার মোবাইল নম্বর লিখিয়ে দেন। তিনি বলেন, এই জেলায় ১২ লক্ষ মানুষ পুলিশের সংখ্যা খুবই কম। কিন্তু এই ১২ লক্ষ মানুষই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন; যদি আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। তিনি কর্মশালা থেকে অর্জিত জ্ঞান দিয়ে কাজ করলে এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করলে এই পিরোজপুরকে একটি আধুনিক সুন্দর পিরোজপুর হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাখেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ এম এ আব্দুল হান্নান, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ডাঃ এম এ সালাম, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ্ আল-মামুন, ঝালকাঠি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমূখ।
মাওলানা মুফতি আব্দুল হালিম এর সমাপনী বক্তব্য এর পরে পিরোজপুর জেলা সহ সভাপতি মাওলানা মতিন ফারুকীর দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।