sliderস্থানিয়

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ খুনিদের বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের গণমিছিল

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদদের আইনি ভিত্তি প্রদানসহ অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বনানী ছিল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দলটির জেলা কার্যালয় আর্ট গ্যালারি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সমবেত হয়।

সেখানে ঘন্টাব্যাপী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মুফতি ফরিদুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মতিউর রহমান বায়োজিদসহ দলটির অন্যান্য নেতাবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। দূর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত,গুম, খুনসহ ফ্যাসিবাদী একটি রাষ্ট্র গঠনে পি আর পদ্ধতির কোন বিকল্প নেই। বিগত বছরগুলোতে আমরা সকল দলের কাছ থেকে আশার বাণী শুনেছি অথচ কোন বাস্তবতা পাই নি। শুধু দলের ভাগ্য পরিবর্তন হয় জনগণের ভাগ্য কখনো পরিবর্তন হয়নি।

বৈষম্য নিয়ে তারা আরো বলেন, এ দেশে এখন পর্যন্ত বৈষম্য দূর হয় নি। গত ২৭ মে আমাদের একটি সভার জন্য ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে অনুমতি চেয়েছিলাম জেলা প্রশাসকের কাছে। কিন্তু তিনি আমাদের অনুমোদন দেননি। অথচ তার পরেই বিএনপির জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সেই মাঠেই। যেখানে আমাদের অনুমতি দেওয়া হলোনা সেখানে কিভাবে বিএনপি অনুমতি পায় প্রশাসনের কাছে এমন প্রশ্ন রেখেছেন তারা।

এছাড়াও বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার,জুলাই সনদদের আইনি ভিত্তি প্রদানসহ নানা অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবি করেন বক্তারা।

পরিশেষে জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা, নিহতদের স্মরণে ও দেশের সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button