sliderগণমাধ্যমশিরোনাম

পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। আর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা মুহাম্মদ আবদুল্লাহ (এম আবদুল্লাহ)।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তারা দু’জনেই চুক্তি ভিত্তিতে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের এই পদে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

এর মধ্যে পিআইবির ডিজি পদে ফারুক ওয়াসিফ সদ্য সাবেক ডিজি জাফর ওয়াজেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে মুহাম্মদ আবদুল্লাহ সদ্য সাবেক এমডি সুভাষ চন্দ বাদলের স্থলাভিষিক্ত হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button