sliderআন্তর্জাতিক সংবাদ

পালমিরা পুনর্দখল করলো সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার প্রাচীন শহর পালমিরা ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর কাছ থেকে পুর্নদখল নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
রোববার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানাচ্ছে।
গত বছরের মে মাসে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহাসিক স্থান পালমিরা শহরটি দখলে নিয়েছিলো আইএস ।

শহরটি দখলের পর অনেক ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করে জঙ্গীরা।
শহরটি দখলের পর অনেক ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করে জঙ্গীরা।

সিরিয়ার গৃহ যুদ্ধের আগে প্রতি বছর প্রায় ১লাখ ৫০হাজার পর্যটক পালমিরা পরিদর্শনে যেতেন।
সিরিয়ার সেনাবাহিনী প্রকাশিত শনিবারের ছবিতে দেখা গেছে পালমিরাতে হেলিকপ্টার ও ট্যাঙ্ক নিয়ে গোলাবর্ষণ করা হচ্ছে। যদিও তারিখ ও ছবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রোববার সকালেও পালমিরা শহরের পূর্বাংশে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে এবং ওই ঘটনায় আইএস জঙ্গিরা পালিয়ে গেছে।
দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মিত্র বাহিনীয় সহায়তায় বর্তমানে পালমিরা শহরটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার গৃহ যুদ্ধের আগে প্রতি বছর প্রায় ১লাখ ৫০হাজার পর্যটক পালমিরা পরিদর্শনে যেতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button