sliderস্থানীয়

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্দোলনের বিকল্প নেই বাঘাইছড়িতে জনসংহতি সমিতি

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় উগলছড়ি মুখ বটতলা মাঠ প্রঙ্গনে বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় বিল্টু চাকমার সঞ্চালনায় ও সারোয়াতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি শ্রী বিজয় কেতন চাকমা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অলিভ চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারোয়াতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যতীন রায় চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্রাট সুর চাকমা,কার্বারিদের পক্ষে ৩৮০ নং শিজক মৌজার মহিলা কার্বারি সমাপ্তি দেওয়ান, ইউপি সদস্যদের পক্ষে মধুসুধন চাকমা, অনেকে।
এসময় বক্তারা পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান, বক্তারা আরো বলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্দোলনের বিকল্প নেই, তাই যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button