পার্থে পাত্তাই পেল না পাকিস্তান

কুড়ি ওভারে ১০৬। এই হলো টি২০’র নাম্বার ওয়ান পাকিস্তানের সংগ্রহ। শুক্রবার (৮ নভেম্বর) পার্থে তৃতীয় টি২০’তে আগে ব্যাট করে এই মামুলি রান তোলে আমিররা। জবাবে ১১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই ছিল এলোমেলো। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে যায়। কেবল মিডল অর্ডারের ইফতেখার আহমেদ ৪৫ করেন। বাকিরা যেন এলেন আর গেলেন।
বল হাতে অসিদের হয়ে তিনটি উইকেট শিকার করেন রিচার্ডসন। দুটি করে উইকেট ঝুলিতে পুরেন মিচেল স্ট্রার্ক ও অ্যাবোট। খালি হাতে ফেরেননি আগারও।
জবাব দিতে নেমে ছেটোখাটো ঝড়ই তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। শেষ পর্ন্ত তারা অপরাজিত থেকে দলকে নিয়ে যান নির্দিষ্ট লক্ষ্যে। ৪৮ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। আর ৫২ করেন ফিঞ্চ। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল অসিরা।