sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
পার্কের খাঁচা থেকে পালাল এক দল সিংহ, এলাকাজুড়ে আতংক
দক্ষিণ আফ্রিকায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে পার্কের খাঁচা থেকে এক দল সিংহ পালালে শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
বিবিসি জানায়, দেশটির লিম্পোপো প্রদেশের অলডেজ এলাকায় একটি গেম পার্কের পশুপাখির খাঁচা থেকে সাতটি সিংহ পালিয়ে যায়।
সোমবার রাতে এই ঘটনা ঘটে। একদিন ধরে তারা পুরো এলাকায় ঘুরে বেড়ায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সবগুলো সিংহকে আটক করা সম্ভব হয়।
ব্লাড লায়ন গ্রুপে সিংহগুলোর ছবি প্রকাশ পায়। এতে দেখা যায়, সিংহগুলো কম ওজনের ছিল। এ ছাড়া করোনা সংক্রমণে কারণে তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রাণী সংরক্ষণ কর্মীরা।