sliderরাজনীতিশিরোনাম

পাবনায় নতুন রাষ্ট্রপতির বক্তব্য দেশবাসীকে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করেছে

গণতন্ত্র মঞ্চের সভার প্রস্তাব

আজ বিকালে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরউদ্দিন পাপ্পু, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতিমন্ডলীর সদস্য সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মন্ডলীর সদস্য মোফাক্ষারুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার, নাগরিক ঐক্য এর আবদুর রাজ্জাক তালুকদার প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, মাননীয় নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর সদ্য সমাপ্ত পাবনা সফরে নানা অনুষ্ঠানে সরকার দলীয় নেতাদের মত যেসব পক্ষপাতদুষ্ট রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তা তাঁর সাংবিধানিক দায়িত্ব ও মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর বক্তব্য দেশবাসীকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ
করেছে।

প্রস্তাবে বলা হয়, সরকারি দল তথা প্রধানমন্ত্রীর মতামতে তিনি রাষ্ট্রপতি হলেও রাষ্ট্রপতির পদ কোন দলীয় রাজনৈতিক পদ নয়; রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবার পর তিনি আর কোন দলীয় ব্যক্তি নন। আর শপথ অনুযায়ী অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়েও তাঁর দায়িত্ব পালনের কথা নয়।

প্রস্তাবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসাবে রাষ্ট্রপতি পদের যে মর্যাদা ও গুরুত্ব তা রক্ষা করার জন্য তাঁর প্রতি আহবান জানানো হয়।

সভায় গৃহীত আর এক প্রস্তাবে খুলনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে পুলিশী হামলা, আক্রমন, গুলিবর্ষণ ও নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন ও চরম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলনরত বিরোধী দল ও জোটের আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে ভয়ে আতংকে সরকার ও সরকারি দল দিশেহারা; ক্রমে তারা বেসামাল হয়ে পড়ছে।

প্রস্তবে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি, আহত নেতাকর্মীদের চিকিৎসা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। পাশাপাশি যে সকল পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসী যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তি প্রদানেরও আহবান জানানো হয় ।

সভায় আগামী ২৩ মে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা সফল করারও আহবান জানানো হয়।

প্রেসরিলিজ

Related Articles

Leave a Reply

Back to top button