পাবনা শহরের একটি বে-সরকারি হাসপাতালে দুই কন্যা শিশু জোড়া মাথায় জন্মগ্রহণ করেছে। শনিবার রাতে শহরের পিডিসি হাসপাতালে এই শিশু দুটি জন্ম নেয়।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকেলে জেলার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন প্রসব ব্যথা নিয়ে পিডিসি হাসপাতালে ভর্তি হন। রাতে গাইনি বিশেষজ্ঞ ডাঃ নার্গিস সুলতানা সিজার করে প্রসূতির জোড়া মাথাবিশিষ্ট দুই কন্যা শিশুকে মায়ের পেট থেকে মুক্ত করেন। ডাঃ নার্গিস সুলতানা জানান, শিশু দুটি বর্তমানে সুস্থ আছে।
শিশুদের পিতা জানান, কয়েক দিন আগে শহরের সিটি ডায়াগনষ্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করলে সেখান থেকে ডাঃ মিলন তাকে জানান, প্রসূতির পেটে একটি শিশু আছে এবং শিশুটি সুস্থ আছে। কিন্ত সিজারের পর দেখতে পেলাম দুটি শিশুর একটি জোড়া মাথা। তিনি তার শিশুদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে জোড়া মাথা শিশুর জন্মগ্রহণের খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকে উৎসুক মানুষ ভিড় করছে। পাবনায় এই প্রথম এমন জোড়া মাথাবিশিষ্ট শিশুর জন্ম হলো বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
নয়া দিগন্ত