ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার কিছু পরে দেওয়া স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘পাপিয়া, সম্রাট এরা হচ্ছে আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র। মূল কাহিনী নিশ্চয় আরো অনেক গভীর, বিস্তারিত ও নারকীয়। কোনদিন জানতে দিতে চাবে না তারা এটি আমাদের।’
ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘রাতের ভোট, নির্যাতন, গুম-খুন, মামলা-হামলা এসবের প্রয়োজন হয় এ কারণে। মানুষ বুঝে এসব।’
অপর এক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘আওয়ামী লীগের তৃতীয় (সম্রাট) আর চতুর্থ (পাপিয়া) সারির নেতা হয়ে এতো অবাধে এসব জঘন্যতম কর্মকাণ্ড করা যায়! প্রথম সারিতে থাকা বদগুলো তাহলে কি করে যাচ্ছে ভেবে দেখেন।’
পূর্বপশ্চিম