sliderস্থানীয়

পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন চালু করা হবে: জ্বালানি উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুত লাইন বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে বিদ্যুত লাইন চালু করা হবে।

আজ (শনিবার-২৪ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় ৩৫ মেগাওয়াটের স্পেক্ট্রা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুত ও জ্বালানিখাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। ২০১০ সালে আইন করার মাধ্যমে কোন প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো। এর মধ্যদিয়ে খাতিরের লোকদের প্রকল্প দেওয়া হয়েছে। ইচ্ছে মতো দাম বাড়ানো হতো। উদ্দেশ্য ছিলো অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুত কিনে, নানা অজুহাতে গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করা।

এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার, স্পেক্ট্রা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন খান বাচ্চু, মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকোশলী গিয়াস উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button