sliderস্থানীয়

পানি ও স্যালাইন নিয়ে ভ্যান শ্রমিক পথচারীদের পাশে চেয়ারম্যান প্রার্থী লিটু শরীফ

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফরিদপুর জেলা যুবলীগের সদস্য, বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরীফ সেলিমুজ্জামান লিটু এই গরমে বিসিদ্ধ পানি ও স্যালাইন নিয়ে ছুটছেন পথচারী, ভ্যান শ্রমিকদের কাছে।

প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত বোয়ালমারী বাজার, সহস্রাইল বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, পথচারী, বাজার করতে আসা লোকজনকে বিসিদ্ধ পানি ও স্যালাইন বিতরন করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরীফ সেলিমুজ্জামান লিটু।

পানি ও স্যালাইন পেয়ে তৃষ্ণার্থরা তাদের তৃষ্ণা মিটাচ্ছে।

ভ্যান শ্রমিক, ওসমান, জাহিদ, কাজল শেখ বলেন, এই গরমে স্যালাইন ও পানি দিয়ে ভ্যান শ্রমিক ও পথচারীদের নজর কেড়েছে লিটু শরীফ। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে লিটু শরীফকেই মানুষ ভোট দিবেন। এ ছাড়া লিটু শরীফকে সাধারণ মানুষ তাদের বিপদে আপদে সব সময় তাদের পাশে পায়।

ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ বলেন, উপজেলা বাসির কাছে শরীফ সেলিমুজ্জামান লিটুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। সে সাধারন মানুষের বিপদে আপদে তাদের পাশে থেকে কাজ করে আসছে। সাধারণ মানুষের কাছে তার অনেক চাহিদা মনে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button