sliderশিরোনামস্থানীয়

পাটুরিয়া ফেরিঘাট মুখি যানবাহন নিয়ন্ত্রণে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৩৩ কিলো আটকে দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি : পাটুরিয়া ফেরিঘাট মুখি যানবাহন নিয়ন্ত্রণ রোধে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৩৩ কিলো মিটার আগে মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড থেকে আটকে দেওয়া হচ্ছে। তবে জরুরী পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার যান চলাচল অব্যাহত রয়েছে। পুলিশের এত্তোসব পদক্ষেপ নেয়া সত্বেও পুলিশের নিরাপপত্তা চৌকি/চেকপোস্ট এলাকা পায়ে হেঁটে পুনরায় মোটরসাইকেল বা অটোরিকশা করে গন্তব্যে যাচ্ছে অনেকেই। এক্ষেত্রে যাত্রীদেরকে বাড়তি ভোগান্তির সাথে গুনতে হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে ৮/১০ গুন বেশি ভাড়া।
নভেল করোনা ভাইরাস সংক্রামণ এড়াতে সারাদেশের ন্যায় ঢাকা- আরিচা মহাসড়কে বন্ধ রয়েছে গণপরিবহন। তবুও প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা মাধ্যম ব্যবহার করে কৌশলে পরিবার পরিজনের সাথে ঈদ উৎসবে যোগ দিতে বাড়ি যাচ্ছে মানুষ। এদের ঠেকাতে মহাসড়কে এবার কঠোর অবস্থানে জেলা পুলিশ।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানালেন,সারা দেশের ন্যায় মানিকগঞ্জে লকডাউন শতভাগ কার‌্যকর করতে অন্য জেলার কাউকে মানিকগঞ্জে ঢুকতে দেওয়া হচ্ছেনা। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যাতায়াতেরও কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এলক্ষ্যে তারা পাটুরিয়া ফেরিঘাটের প্রায় ৩৩ কিলোমিটার আগে মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড থেকে আটকে দেওয়া হচ্ছে। যাত্রী বহনকারী সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার সকাল সোয়া ১১ টায় সরেজমিনে মহাসড়কের গোলড়া এলাকায় গিয়ে দেখা গেছে,যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিনা কারনে আসা যাত্রীবাহী ব্যক্তিগত প্রাইভেটকার/মাইক্রোবাসসহ ছোট পরিবহন গুলো আগত পথেই ফেরত পাঠাচ্ছেন।


বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন( বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্বে)জিল্লুর রহমান জানালেন,তাদের কাছে মন্ত্রনালয়ের নির্দেশনা আছে কোন মুল্যে যাত্রীবাহি কোন বাস পারাপার করা যাবেনা। শুধুমাত্র জরুরী সেবার আওতাধীন পরিবহন ছাড়া তারা কোন যানবাহন তারা পারাপার করবেনা।
এদিকে রোববার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের হল রুমে কোভিড-১৯ প্রতিরোধ ও চলমান কার‌্যক্রম সমন্বয়েরর লক্ষ্যে মতবিনিময় সভায় অনুষ্টিত হয়। জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে ওই সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়েরর সচিব কবির বিন আনোয়ার। এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামিম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ প্রমুখ।
সভায় জেলায় চলমান লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে জেলা শহরসহ সব স্থানের বিপনি বিতান গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর‌্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। এছাড়া জেলার অভ্যন্তরে সরকারের বিভিন্ন দফতরে চাকুরি করেন এমন কোন কর্মকর্তা কর্মকর্চরী ঢাকা কিংবা বাইরের জেলার কোথায়ও থেকে অফিস করেন তাদের ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থল এলাকায় উপস্থিত না হলে আর কাউকে ঢুকতে দেওয়া হবেনা। সেই সাথে মহাসড়কে যাত্রীবহনকারী গনপরিবহনসহ কোন মোটর সাইকেল,সিএনজি, অকেটা রিক্সা চলতে দেওয়া হবেনা।

Related Articles

Leave a Reply

Back to top button