নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: পবিত্র ঈদুল আযহার ছুটিতে পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে বাড়ি ফেরার পথে বিপত্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
শুক্রবার বিকেলে পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য অপেক্ষমান থাকতে দেখা গেছে এক হাজারের বেশি গাড়ি। চারটি আলাদা ঘাট দিয়ে পার করা হচ্ছে সেগুলো। তারপরও চাপ সামলানো যাচ্ছে না। বরং যত সময় যাচ্ছে, যানবাহনের ভিড় আরো বেড়েই চলছে।
অপরদিকে দৌলতদিয়া ঘাট থেকে অন্তত আট কিলোমিটার পথ গাড়ি দিয়ে ভরে গেছে। কখন পার হওয়া যাবে, সে বিষয়ে তাদের কাছে কোনো রকম বার্তা নেই। এক রকম অসহায় হয়ে ভাগ্যের উপর ভরসা করে বসে আছেন যাত্রীরা।
কেউ কেউ আবার গাড়ি ছেড়ে দিয়ে নিজ ব্যবস্থায় নৌকা দিয়ে নদী পার হয়ে চলে যাচ্ছেন। নারী ও শিশু যাত্রীদের নিয়ে বিড়ম্বনা আর ভোগান্তি যেন শেষ নেই।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে গিয়েই এই অবস্থা হয়েছে। তারপরও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু সেটা করার জন্য কতোটুকু সময়ের প্রয়োজন, সে হিসেব তারা এখনো মিলাতে পারেননি।