sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম

পাটকলে অনশনে অসুস্থ ৫৮৫ শ্রমিক, হাসপাতালে ১৪

১১ দফা বাস্তবায়নের দাবিতে আবারও আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। অনশনরত খুলনার পাটকলগুলোতে অন্তত ৫৮৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) খুলনা নগরের খালিশপুর বিআইডিসি সড়কে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন শ্রমিকরা। কর্মসূচি পালনের চতুর্থতম দিনে তাদের অসুস্থ হয়ে পড়ার সংখ্যা আরও বাড়ছে।
অসুস্থদের মধ্যে ৫ জনকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছেন। এদের মধ্যে প্লাটিনাম জুট মিলের ৮ জন, স্টার জুট মিলের ৪ জন, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিল থেকে একজন করে রয়েছেন। এছাড়া বর্তমানে অন্তত ৪১ জন শ্রমিককে স্যালাইন দেওয়া হচ্ছে। এর মধ্যে প্লাটিনামের ৫ জন, স্টারের ২২ জন এবং ক্রিসেন্টের ১৪ জন রয়েছেন।
শ্রমিক সংগঠনগুলোর নেতারা জানান, ইতিমধ্যে অন্তত ৫৮৫ জন শ্রমিক কমবেশি অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছেন, প্লাটিনামের ৩০৬ জন, স্টারের ১৭৭ জন, ক্রিসেন্টের ৭৬ জন, খালিপুরের ৪ জন এবং বাকিরা অন্যান্য পাটকলের শ্রমিক।

Related Articles

Leave a Reply

Back to top button