পাকিস্তান ক্রিকেট কাঠামোর তীব্র সমালোচনা করে ড্যাশিং ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, তার দেশে এখন কোনো প্রতিভা নেই।
সম্প্রতি সমাপ্ত টি-২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ত্যাগকারী ৩৬ বছর আফ্রিদি বিবিসি উর্দুকে এক সাক্ষাতকারে বলেন, পাকিস্তানে কোনো প্রতিভা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে যে ধরনের প্রতিভার দরকার হয়, আমাদের তা একেবারেই নেই।
তিনি অবশ্য বলেন, কেন্দ্রীয় চুক্তির মধ্যে থাকায় তার পক্ষে বেশি কিছু বলা সম্ভব নয়। তবে অবসর গ্রহণের পর অনেক কথা বলব।
টি-২০ বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর অনেকেই আফ্রিদি সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। অনেকেই তাকে টি-২০ থেকেও অবসর নিতে পরামর্শ দিচ্ছেন। কিন্তু আফ্রিদি তা প্রত্যাখ্যান করে আসছেন।
তিনি বলেন, তিনি কখনো ভাবেন না, তিনি দলের বোঝা। তিনি সম্মানের সাথে খেলতে চান, মর্যাদার সাথে বিদায় নিতে চান। আমি একটি ভালো দল রেখে বিদায় নিতে চাই। আমি ইনজি ভাইয়ের (প্রধান নির্বাচক ইনজামাম উল হক) সাথে কথা বলেছি। তাকে অনুরোধ করেছি, একটা সুযোগ দিতে।
তিনি মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনকেও সমর্থন করেছেন।