sliderখেলা

পাকিস্তানের জয় : অসহায় শ্রীলঙ্কা

দুর্দান্ত পাকিস্তানের সামনে অসহায় হয়ে পড়েছে শ্রীলঙ্কা। শারজায় চতুর্থ একদিনের ম্যাচেও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এর ফলে ৫ ম্যাচ সিরিজে পাকিস্তান ৪-০-এ এগিয়ে গেল। শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ১৭৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ১১ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয়।
বাবর আজম ও শোয়েব মালিক উভয়ে ৬৯ রান করে দলকে সহজ জয় এনে দেন।
তবে ছোট টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১২ রানের ফিরে যান আগের ম্যাচে অভিষেকেই সেঞ্চুরি পাওয়া ইমাম-উল হক। দলীয় ৫৮ রানের মধ্যে এরপর মোহাম্মদ হাফিজ ও ফকর জামানকেও হারায় দলটি।
তাদের বিদায়ের পর বাবর আজম ও শোয়েব মালিকের জুটিতে ভর করে জয়ের দিকে অগ্রসর হতে থাকে।
এর আগে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দলীয় রান একশো পার হওয়ার আগেই টপ অর্ডারের ৭ ব্যাটসম্যান একে একে সাজঘরে ফিরে যান। লাহিরু থিরিমান্নে (৬২) আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে সুরঙ্গা লাকমাল(২২) ও অশোকা ধনাঞ্জয়ার(১৮) দুটো ইনিংসের কল্যানে দেড়শো পার করে লঙ্কানরা।
পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩টি, শাদাব খান ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button