sliderস্থানীয়

পাওনা টাকা পেতে প্রশাসনের দাড়ে কড়া নাড়ছে ভুক্তভোগীরা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের দাড়ে দাড়ে ঘুরছেন এক ব্যবসায়ী ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সেনা সদস্য মোঃ আবদুল ওয়াদুদ খান ও ব্যবসায়ী খোকন খান।

তারা জানান ব্যবসায়িক কাজের কথা বলে চেকের বিপরীতে টাকা ধার নিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন নলছিটি উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের আনোয়ার মাষ্টারের ছেলে মো.তরিকুল ইসলাম ওরফে মামুন।

লিখিত বক্তব্যে তারা আরও জানান, বছর খানেক আগে খোকন খানের কাছ থেকে ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা ও আবদুল ওয়াদুদ খানের কাছ থেকে ৩০ লক্ষ টাকার চেক দিয়ে নগদ টাকা ধার নেন মামুন। কিন্তু বারবার তাগাদা দিয়েও পাওনা টাকা পরিশোধ করছেন না তরিকুল ইসলাম মামুন। এ অবস্থায় তার দেওয়া চেক নিয়ে ব্যাংকে গেলে তা ডিজঅনার করে ব্যাংক।
পরবর্তীতে তার বিরুদ্ধে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে পাওনা টাকা ফেরতসহ তার এক বছরের কারাদন্ড প্রদান করেন আদালত । কিন্তু তরিকুল ইসলাম পলাতক থাকায় টাকা আদায় করা সম্ভব হচ্ছে না । ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের জোড়ালো সহায়তার আবেদন করেছেন।

তবে এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বেশ কয়েকটি মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Back to top button