sliderস্থানীয়

পাইকগাছায় চার শত মুসল্লীকে জায়নামাজ উপহার

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি: ইসলামের প্রধানতম মূল ভিত্তি নামাজ। একজন কাফির ও মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি-জ্ঞান সম্পন্ন,নর-নারী নির্বিশেষে প্রতিটি মুসলিমের জন্য নামাজ আদায় ফরজ। পবিত্র কুরআনে অনন্তঃ ৮৩ বার সালাত বা নামাজের তাগিদ দেওয়া হয়েছে। সর্ব অবস্থায় নামাজ আদায় বাধ্যতামূলক। নামাজ আদায়ের অন্যতম অনুসঙ্গ জায়নামাজ। জায়নামাজের অভাবে অনেকের নামাজ আদায়ে অসুবিধা হয়। এই পরিপ্রেক্ষিতে আল্লাহর তায়ালার সন্তুষ্টি উদ্দেশ্যে সাদাকায়ে জারিয়ার নিয়তে পাইকগাছা উপজেলার কপিলমুনি-হরিঢালী-নগর শ্রীরামপুর এলাকায় ধর্মপ্রান মুসল্লিদের মাঝে তুরস্কের তৈরী চার শতাধিক উন্নতমানের জায়নামাজ বিতরণ করা হয়েছে। আমেরিকা প্রবাসী বর্ষিয়ান রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের সহযোগিতায় অসচ্ছল মুসল্লিদের মাঝে এ জায়নামাজ উপহার হিসেবে প্রদান করা হয়। এমন মহৎ ও পুণ্যময় কাজ ইমরানুল হক চাকলাদার নীরবে-নিভৃতে সম্পাদন করে আসছে দীর্ঘদিন থেকে। সর্বোত্তম ইবাদত মানবতার সেবায় নিবেদিত তিনি। সমাজের অবহেলিত পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি উদারহস্ত। দেশের দুর্যোগ-দূর্বিপাকে-বন্যা-মহামারিকালে দেশের বিভিন্ন স্থানে ইমরানুল হক চাকলাদার দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।অত্যান্ত সহজ সরল জীবন যাপন করলেও তিনি সর্বব্যাপী পরিচিত। ফ্লোরিডা প্রবাসী ইমরানুল হক চাকলাদার আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের ইলেকশন ক্যাম্পেইন কমিটির ফ্লোরিডা চ্যাপ্টারের অন্যতম উপদেষ্টা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ টঙ্গিবাড়ী-লৌহজং আসনের প্রার্থী,লৌহজংয়ের কলমা ইউনিয়নের ডহরীর সুপরিচিত কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক,খ্যাতিমান রাজনীতিবিদ, সৎ-নির্লোভ জনদরদী,বীর মুক্তিযোদ্ধা। ইমরানুল হক চাকলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে এমন ব্যাতিক্রমধর্মী উপহার পেয়ে খুলনার পাইকগাছা-কপিলমুনি-হরিঢালী অঞ্চলের ধর্মপ্রান মুসল্লিরা খুবই খুশি। মঙ্গলবার ৯ এপ্রিল ২০২৪ খুলনার কপিলমুনির নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গনে কপিলমুনির সুপরিচিত কৃতি সন্তান দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আনোয়ার আলদীনের উদ্যোগে চার শতাধিক জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু,সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত,সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ,যুগ্ন-সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন,কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ,নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম,সাংবাদিক শেখ আব্দুল গফুর,এস এম আব্দুর রহমান, আমিনুল ইসলাম বজলু, এইচ এম হাশেম, প্রবীর জয়,একে আজাদ, তপন পাল, শেখ খায়রুল ইসলাম, শেখ আব্দুল আলীমসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।আনোয়ার আলদীন বলেন,প্রতিটি মুসলমানের একমাত্র লক্ষ্য আল্লাহর পরিপূর্ন সন্তুস্টি অর্জন।আল্লাহভীতিই পার্থিব জীবনে ও পারলৌকিক জীবনে কল্যাণ ও সাফল্য অর্জনের প্রধান নিয়ামক।আমাদের সাধ্যমতো সেই লক্ষ্য হাসিলের নিয়তে কাজ করা উচিত।ইসলাম ধর্মের মূল ভিত্তি বা স্তম্ভ পাঁচটির দ্বীতিয়টি সালাত বা নামাজ।এই জায়নামাজ উপহার দেয়া হয়েছে শুধুমাত্র সাদাকায়ে জারিয়ার নিয়তে জান্নাতুল ফিরদাউস লাভের আশায়। জায়নামাজগুলো মুসল্লিদের নামাজসহ ইবাদত বন্দেগীতে সহায়ক হবে।সমাজের স্বচ্ছল-বিত্তবানদের এমন ধর্মীয় মহৎ নেক কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button