শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৩ হাজার ৪০টি ফলজ বৃক্ষের চারা বিতারণ করলো পাইকগাছা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ লাখ টাকার চারা বিতারণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ২৪ সেপ্টেম্বর দুপুরে উক্ত চারা বিতরণ উদ্বোধন করা হয়। পাইকগাছা উপজেলার ৬০টি মাধ্যমিক ২১টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আম, কদবেল,মাল্টা, পেয়ারা,আইস ফলের চারা বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রোকৌশলী শাফিন শোয়েব, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস,উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস সহ আরো অনেকে।