আইসিসি-র সভা থেকে ফিরেই ঘটা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা করেছিলেন পরবর্তি আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে আসতে চলেছে বাংলাদেশ। আইসিসির তথ্যে এমনটাই বলা হয়েছিল তাঁকে।কিন্তু তেমনটা হচ্ছে না। কিছু হিসেবের গোলমালের জন্যই একটু ভুল হয়ে গিয়েছে। এই ঘোষণার পরই শুরু হয় জল্পনা। পরে জানা যায় এই র্যাঙ্কিংয়ের সরকারি ঘোষণা হবে ২ মে। সেখানে বাংলাদেশের স্থানের কোনও পরিবর্তন হচ্ছে না। তিনটি মরশুমের ফলের উপর নির্ভর করে তৈরি হয় এই র্যাঙ্কিং। এই পুরোটা বিচার করে যে র্যাঙ্ক দাঁড়়াচ্ছে সেটা সাত। কিন্তু যদি দুটো মরশুমের হিসেব দেখা যায় তাহলে পাঁচে উঠে আসার কথা বাংলাদেশের। কিন্তু তেমনটা হচ্ছে না।