sliderউপমহাদেশশিরোনাম

পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ভারতে করোনাভাইরাস সংক্রামণ বাড়ছে। এখন পর্যন্ত ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা সতর্কতায় দিল্লির পর এবার পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে। আগামী সোমবার থেকে এ নির্দেশ কার্যকর হবে।
রাজ্যটির মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার (১৬ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button