sliderস্থানীয়

পল্লীবন্ধু্র স্মরণে হরিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাড়ে চারটার দিকে হরিরামপুর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যাগে পূর্ব সাকুচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাখাওয়াত শিকদারের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।
এছাড়া হরিরামপুর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন জাপা কেন্দ্রীয় সদস্য ও জেলার সহসভাপতি হারুন অর রশিদ হারুন, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাপার সহসভাপতি নোয়াব আলী, জেলা জাপার সহসভাপতি ইয়াহিয়া চৌধুরী ইনু ।
দোয়া ও মিলাদ মাহফিলে জেলা জাপার সহসভাপতি মোশাররফ বিশ্বাস মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক তাইনু্র রহমান রতন, সিংগাইর পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম অর্থ সম্পাদক মোঃ মামুন শিকদার, জেলা ছাত্র সমাজের আহবায়ক আলীমু্র রহমান সবুজ, হাটিপাড়া ইউনিয়ন জাপার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, হরিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক আহবায়ক জাহিদুর রহমান, হরিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজ সাবেক সভাপতি মেহেদী হাসান টুটুল, সাবেক সহসভাপতি লুৎফর রহমান, চালা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহিদুর রহমানসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Back to top button