গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন আঙ্গিকে করতোয়া কুরিয়ার সার্ভিসের স্থানান্তরিত শাখা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ।এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা সম্মিলিত সাংস্কুতিক জোটের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন ও সাবেক ছাত্রনেতা খন্দকার ফরহাদ হোসেনসহ অন্যান্যরা।শহরের দক্ষিণবন্দরে শিল্পী হোটেলের সামনে স্থানান্তরিত ( সাবেক কৃষি ব্যাংক ভবন) প্রতিষ্ঠানের শাখা পরিচালক, ইব্রাহিম খলিল মিঠু জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসে গ্রাহকদের সন্তোষজনক সেবাপ্রদান নিশ্চিত করা হবে বলে জানানো হয়।