sliderজাতীয়শিরোনাম

পর্দা নামল অমর একুশে বইমেলার

বই প্রেমীদের ব্যাপক উপস্থিতি ও বই বিক্রির মধ্যে দিয়ে লেখক, পাঠক ও প্রকাশকদের বার্ষিক মিলনমেলা অমর একুশে বইমেলার পর্দা নেমেছে শনিবার।
বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জমানের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
বিগত দুই বছরের তুলনায় এ বছর প্রকাশিত বইয়ের সংখ্যা বেশি ছিল। মেলার শেষ দিনেও ১৮৪টি বই প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী স্বাগত বক্তব্য রাখেন এবং প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির পরিচালক ও অমর একুশে বইমেরা-২০২০ এর সদস্য সচিব জালাল আহমেদ।
জালাল আহমেদ জানান, এবারের মেলায় মোট ৪ হাজার ৯১৯টি বই প্রকাশিত হয়েছে।
তিনি আরও জানান, এ বছর মোট ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে, যার মধ্যে বাংলা একাডেমি ২ কোটি ৩৩ লাখ টাকার বই বিক্রি করেছে। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button