sliderউপমহাদেশশিরোনাম

পরীক্ষার হলে নিকাব-বোরকা নিষিদ্ধ শ্রীলঙ্কায়

নকলের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর শ্রীলঙ্কায় পরীক্ষার হলে মেয়েদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে।
শ্রীলঙ্কায় এখন এ লেভেল পরীক্ষা চলছে । তার মাঝেই মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
শ্রীলঙ্কা শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী বিবিসিকে বলেছেন, পরীক্ষায় নকল বন্ধের জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছেন।
তিনি বলেন, পরীক্ষার হলে ব্লু-টুথ ব্যবহার করে বাইরে থেকে স্বামীর সাহায্য নিয়ে লেখার সময় বোরকা পরা এক ছাত্রীকে হাতেনাতে ধরা হয়েছে।
এছাড়া, বেশ কজন ছাত্রীর পোশাকের সাথে সাঁটা মাইক্রোফোন পাওয়া গেছে। তারা ঐ মাইক্রোফোন দিয়ে বাইরে আত্মীয় বন্ধুদের সাথে কথা বলছিলো।
কর্মকর্তারা বলছেন, একটি ঘটনায় একজন প্রার্থীর জায়গায় অন্যজন পরীক্ষা দিতে এসেছিলো।
শ্রীলঙ্কার মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার একজন নেতা বিবিসিকে বলেছেন, নকল ঠেকাতে সরকারের এই সিদ্ধান্তের পেছনে তারা যথার্থ যুক্তি দেখছেন।
তবে গত ডিসেম্বরে পরীক্ষার হলে বোরকা এবং টুপি পরার ওপর এক নিষেধাজ্ঞায় আপত্তি করেছিলেন মুসলিম নেতারা। তাদের আপত্তির মুখে কর্তৃপক্ষ সেসময় সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলো।
শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় ১০ শতাংশের মত মুসলিম। মুসলিম নারীদের মধ্যে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে হিজাব এবং বোরকার ব্যবহার উল্লেখযোগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button