sliderমহানগরশিরোনাম

পরিসংখ্যান ব্যুরো কর্তৃক খানার আয় ও ব্যয় জরিপ ২০২২ এর তথ্যসংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালনাধীন Household Income and Expenditure Survey (HIES)-2022 এর ১৮তম টার্মের তথ্য সংগ্রহ কার্যক্রম সরজেমিনে পরিদর্শন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সম্মানিতি সদস্য (সচিব) ড. মোঃ কাউসার আহাম্মদ । তিনি রাজধানীর আদাবরে HIES 2022 জরিপের ১৮১ নং পিএসইউ-এর নির্বাচিত খানা সমূহে চলমান তথ্যসংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি HIES 2022 জরিপের তথ্যসংগ্রহ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর সার্বিক উন্নয়নে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এ জরিপের মাধ্যমে দেশের দারিদ্র্য পরিস্থিতির সর্বশেষ চিত্র পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ড. দিপংকর রায় যুগ্মসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জনাব মহিউদ্দিন আহমেদ এমপিএইচ প্রকল্প পরিচালক, HIES ২০২০-২১ প্রকল্প, জনাব মোহাম্মদ জুনাঈদ ভূঁইয়া উপপরিচালক, HIES ২০২০-২১ প্রকল্প, জনাব স্বপন কুমার, পরিসংখ্যান কর্মকর্তা, এস এম আনোয়ার হোসেন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা এবং প্রকল্প টিমের অন্যান্য সদস্যগণ।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২২ থেকে এই জরিপের তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়। মোট ১৮টি টার্মের (প্রতিটি ২০ দিন) মাধ্যমে সারাদেশের ৭২০টি নমুনা এলাকার ১৪৪০০টি নমুনা খানায় এ জরিপের তথ্যসংগ্রহ করা হয়েছে। বছরব্যাপী পরিচালিত এ তথ্য সংগ্রহ কার্যক্রম আজ ৩০ ডিসেম্বর ২০২২ শেষ হয়েছে।
স্বাধীন বাংলাদেশে প্রথম ১৯৭৩-৭৪ সালে Household Expenditure Survey (HES) পরিচালনা করা হয়। এরপর ধারাবাহিক ভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গুরুত্বপূর্ণ এ জরিপটি নিয়মিত বিরতিতে পরিচালনা করে আসছে। বিবিএস কর্তৃক এ পর্যন্ত মোট ১৬ রাউন্ড HIES/HES পরিচালনা করা হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে বিবিএস HIES পরিচালনা করেছে। HIES 2022-এ Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জরিপের তথ্য উপাত্ত দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ পরিবীক্ষণে ব্যবহৃত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button