sliderস্থানীয়

পরিবারের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি আসলেন ইতালি প্রবাসী আকাশ আহমেদ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে হেলিকপ্টারে চড়ে পরিবারের স্বপ্নপূরণ করলেন, কাকরাজান ইউনিয়নের সুরীর চালা গ্রামের ইতালি প্রবাসী তোতা মিয়ার ছেলে আকাশ আহমেদ।

শনিবার (৭ অক্টোবর) ঢাকা থেকে দুপুর পৌনে দুইটার দিকে সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ হেলিকপ্টার অবরতরণ করে।

জানা যায়, ঢাকা থেকে ৭০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন ইতালি প্রবাসী আকাশ আহমেদ। এরপর তার স্ত্রী পপি আক্তার এবং তার দুই বছর বয়সী কন্যা আফরাহ সহ হেলিকপ্টারে করে বাসায় আসেন।

আকাশ আহমেদ বলেন, ‘আমার আব্বাও দীর্ঘদিন যাবত ইতালি প্রবাসী। আমি পাঁচ বছর পূর্বে ইতালি গিয়েছি। আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সে লালিত স্বপ্ন ১৭ মিনিটেই আজ পূরণ হলো।’

কাকরাজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন এ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘সুরীর চালা মাঠে উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। ইতালি প্রবাসী আকাশ আহমেদের স্বপ্নপূরণসহ এলাকার অনেকেরই হেলিকপ্টার দেখার স্বপ্নপূরণ হয়েছে।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘উৎসুক জনতাকে সামাল দিতে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button