
‘রংবাজ’ ছবিতে শাকিব খানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন লিয়ানা লিয়া। বছরের শুরুতেই তিনি একটি ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন নতুন প্রযোজনা প্রতিষ্ঠান উইংস এন্টারটেইনমেন্টের সঙ্গে। পরিচালক ঠিক না হওয়া এই ছবির প্রচারের অংশ হিসেবে নায়িকাকে অনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন প্রযোজক রেজাউল রিফাত। তখন পরিচালক ঠিক না করে নায়িকাকে চুক্তিবদ্ধ করা নিয়ে সামলোচনা শুরু হয়। এবার নতুন খবর হচ্ছে, ছবিটি আর নির্মাণ হচ্ছে না। আর এই খবর জানিয়েছেন প্রযোজক রেজাউল রিফাত নিজেই।
রিফাত এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ছবিটি করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে লিয়ানা লিয়াকে নিয়ে সাইনিং করেছিলাম। কিন্তু আমরা এখন ছবিটি করতে পারছি না। আপাতত ছবিটি বন্ধ রয়েছে।’
ছবির কাজ কবে শুরু হতে পারে—জানতে চাইলে রিফাত বলেন, ‘দেশের পরিস্থিতি সামনে কেমন হবে, বুঝতে পারছি না। নির্বাচনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি হয়তো ভালো যাবে না। নির্বাচনের পর কী হবে, তাও দেখার বিষয়। যে কারণে আমরা ছবিটি আর করছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা ছবিটি নিয়ে নতুন করে ভাবব।’
পরিচালক নির্ধারণ না করেই কীভাবে ছবিতে নায়িকা চুক্তিবদ্ধ হয়েছিল, সেটা জানতে চাইলে রিফাত বলেন, ‘আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণ করব। কে পরিচালনা করবে, কোন গল্প নিয়ে ছবি বানাব, কে অভিনয় করবেন, সেটা আমার বিষয়। এখন ছবিটি করছি না, কবে শুরু করব সেটাও আমার বিষয়।’
এ বছরের ১৭ জানুয়ারি ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে দ্বিতীয় নায়িকা হিসেবে লিয়ানা লিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেছিলেন লিয়া। এনটিভি।