পরমাণু পরীক্ষার কথা স্বীকার করল উ. কোরিয়া

পারমাণবিক পরীক্ষার কথা স্বীকার করল উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির পরমাণু পরীক্ষার ক্ষেত্রের কাছে উচ্চমাত্রার ভূকম্পন সনাক্তের ঘণ্টাখানেক পরই এ ঘোষণা দেয়া হল। বিবিসি এ খবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, পঞ্চমবারের পারমাণবিক পরীক্ষায় সফল হয়েছে তারা।
এটিই উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পরমাণু পরীক্ষা বলে উল্লেখ করছে দক্ষিণ কোরিয়া। এ ঘটনার পর দেশটি তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেছে।
আজ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলের কাছে ৫ দশমিক ৩ তীব্রতার ভূকম্পন শনাক্ত করার পরই সন্দেহ সৃষ্টি হয় দক্ষিণ কোরিয়ার।
ইয়োনহাপ সংবাদ সংস্থার ভাষ্য, ওই ভূকম্পনটি কৃত্রিম ছিল।
দক্ষিণ কোরিয়া সরকারের নাম প্রকাশ না করা একটি সূত্র জানায়, উত্তর কোরিয়ার ফের পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে। তারা তেমনটাই সন্দেহ করেছিল।
যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ভূতাত্ত্বিক সংস্থাগুলো জানায়, তারা ভূ-পৃষ্ঠের উপরিভাগে ভূকম্পন রেকর্ড করেছে।
চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার জানায়, কোনো বিস্ফোরণ থেকে ভূ-কম্পন হয়েছে বলে তারা সন্দেহ করছে।
উল্লেখ্য, দেশটির বিরুদ্ধে পারমানবিক বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা অমান্য করেই একের পর এক পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।