sliderমহানগরশিরোনাম

পয়লা বৈশাখের পর মিরপুরে শুরু হবে উচ্ছেদ অভিযান : ডিএনসিসি প্রশাসক

পতাকা ডেস্ক: পয়লা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর  সিটি  কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে ডিএনসিসির অঞ্চল-২ এর কার্যালয়ে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণশুনানিতে তিনি এ ঘোষণা দেন। 

প্রশাসক মোহাম্মদ এজাজ  বলেন, পয়লা বৈশাখের পর মিরপুর ১ থেকে ১৩ নম্বর পর্যন্ত সব সড়কের ও ফুটপাতের অবৈধ সব দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে। ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে ফুটপাত ও রাস্তায় কোনো ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা টানা অভিযান পরিচালনা করবো। ফুটপাতের ও সড়কের সব অবৈধ দোকান ও মালামাল জব্দ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা ন্যায্যতার ভিত্তিতে একটি শহর গঠন করতে চাই। আজকে যেসব সমস্যার কথা বলা হয়েছে তার অধিকাংশ বিষয়ে আমি অবগত। আমরা এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আপনাদের সঙ্গে আলাপ করে অগ্রাধিকার অনুযায়ী সমস্যাগুলো সমাধান করতে চাই।’

গণশুনানিতে অঞ্চল-২ এর সব ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সোসাইটির নেতা, যুবক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button