জিয়াউল কবীর,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার পবা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার নিকট হতে দায়িত্ব বুঝে নেন।
নতুন ইউএনও’র নাম আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। বাড়ি নওগাঁ জেলায়। রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে তিনি ইতিপূর্বে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশের ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। নতুন দায়িত্বভার গ্রহণ করে তিনি পবা উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন।