sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম

পদ্মা সেতুর নির্মাণব্যয় ২০৫৭ সালের মধ্যে পরিশোধ করা হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৫৭ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণব্যয় টোল থেকে আদায় করা হবে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসন-৩১-এর এমপি মমতা হেনা লাভলী।

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে চলাচলকারী যানবাহন থেকে সংগৃহীত টোল দিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৩৫ বছরে ১৪০ ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেয়া সমস্ত ঋণ পরিশোধ করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে সংযোগকারী ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধন করেন।

এছাড়া পিরোজপুর থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মো: রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, রেলপথে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি খরচ দুই দশমিক ৪৩ টাকা এবং আয় শূন্য দশমিক ৮২ টাকা। আর পণ্য পরিবহনে প্রতি টনে খরচ সাত দশমিক ৯৪ টাকা এবং আয় হয়েছে তিন দশমিক ১৮ টাকা।

২০১৬-১৭ অর্থবছরের জন্য রেলওয়ের ব্যয়ের প্রোফাইলের ভিত্তিতে রাজস্ব ও ব্যয়ের তথ্য উপস্থাপন করেন মন্ত্রী। তিনি বিগত পাঁচ বছরের (২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১) রেলের আয়ের পরিসংখ্যান উপস্থাপন করেছেন।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, পাঁচ বছরে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী ও দুই দশমিক আট কোটি টন পণ্য পরিবহন করেছে।

এ সময়ে রেলওয়ের আয় হয়েছে ছয় দশমিক আট কোটি টাকা বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশের সর্ববৃহৎ গণপরিবহন রেলওয়ে নিরাপদ ও আরামদায়ক বাহন হওয়ায় দিন দিন যাত্রী পরিবহন বাড়ছে।

সূত্র : বাসস


Related Articles

Leave a Reply

Back to top button