sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়।
পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত এটা একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়।
আব্দুল কাদের বলেন, পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার চার শ’ টাকা।
এর আগে গত ১ জুলাই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল। সেদিন তিন কোটি ১৬ লাখ ৫৩ হাজার দুই শ’ টাকা টোল আদায় হয় সেতুতে। ওই দিন পদ্মা সেতু পাড়ি দেয়া গাড়ির সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।
উল্লেখ্য, গত ২৬ জুন চালু হয় পদ্মা সেতু।

Related Articles

Leave a Reply

Back to top button