slider

পথ নাটকে নারীর টেকসই ক্ষমতায়নের ডাক

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : ”নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই¯েøাগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বায়রা অঞ্চলের বারসিক বায়রা রিসোর্স সেন্টার ও ঐতিহ্যবাহী বায়রা হাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল সংগঠন ”সুন্দরবন থিয়েটার’ এর পরিবেশনায় ও ইউএনউইমেন এর আয়োজনে এবং বেসরকারি সংগঠন বারসিক এর পৃষ্ঠপোষকতায়
আজ সকালে বারসিক বায়রা রিসোর্স সেন্টার মিলনায়তনে ও বিকেলে বায়রা হাটে নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিতে জনসচেতনতামূলক পথ নাটক ’জোনাকীর আলো’ পরিবেশিত হয়। জনসচেতনতামূলক এই নাটকটি পরিবেশনের পর দর্শকদের সামনে সংক্ষিপ্ত মতামত সভা অনুষ্ঠিত হয়।
মতামত সভায় সিংগাইর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন এর সভাপতিত্তে¡ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের শিক্ষার্থী ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট এর সঞ্চালনায় অনুভূতিমূলক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন লাল সবুজ ডট কম ও ফিউচার স্কাই লিমিটেড এর সিইও জনাব নাজমুল আহসান, সুন্দরবন থিয়েটার এর সমন্বয়কারি রাহুল প্রসাদ দাস, বারসিক এলাকা সমন্বয়কারি শিমুল কুমার বিশ্বাস, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়াও শেয়ারিং আলোচনায় আরো অংশগ্রহন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায়, উন্নয়ণকর্মী বিউটি রানী সরকার, শাহিনুর রহমান, রিনা সিকদার প্রমুখ।
নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য জনসচেতনতা তৈরীতে সচেতনতা মুলক পথ নাটকে বিভিন্ন পর্বে অভিনয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী ও সুন্দরবন থিয়েটার এর সদস্য রাহুল দাস, প্রীতি আক্তার,মৌসুমী আক্তার, শ্রাবণী সাহা,সৈকত,শুভ ও হীরা প্রমুখ।
পথনাটকটি দর্শক স্রোতাদের মাঝে ব্যাপক সারা পায়। তারা ঘরে বাইরে নারীর মর্যাদা নিশ্চিতের জন্য কাজ করার কথা বলেন। সমাজে চলমান বাল্য বিবাহ নারী নির্যাতন হত্যা ধর্ষনসহ সামাজিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলসহ নারীর টেকসই ক্ষমতায়নে নারী পুরুষে একসাথে কাজ করার প্রত্যয় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button