
সংবাদদাতা (ময়মনসিংহ): পথশিশুদের পাশে আমাদের ময়মনসিংহ পরিবার ঈদ উল ফিতর উপলক্ষে এক আনন্দ উৎসবের আয়োজন করে।
শুক্রবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল খেলাধূলা ও উপহার বিতরণ। উৎসবে অংশগ্রহণ করে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করেন পরিবারের সংগঠক হামীম হাসান নীরব, ইকরামুল ইসলাম বাপ্পা, মৌমিতা ইসলাম মিতু, জান্নাত আরা খুশিসহ অনেকেই।
খেলাধুলা শেষে উপস্থিত সকল পথশিশুদের হাতে উপহার তুলে দেয়া হয়।
পরিবারের সংগঠকরা পথশিশুদের পাশে এগিয়ে আসার জন্য সচেতন বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।