দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও বাজার কমিটির আয়োজনে ৭ এপ্রিল রোববার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
পরে তিনি বন্ধন কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মুনাজাত করেন মাওলানা মাজহারুল ইসলাম।
বাজার কমিটির সভাপতি ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকারের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছমির আলম সরকার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন গৌরীপুর বাজার সড়কে যানজট নিরসনে ব্যর্থতার দ্বায় স্বীকার করে বক্তব্য রাখতে গিয়ে এই সমস্যার সমাধানের জন্য এমপি মহোদয় এর প্রতি অনুরোধ করেন।
জবাবে এমপি মহোদয় এই দুর্ভোগ লাঘবে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করেন।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিউল বাশার সুমন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, পৌর মেয়র, জেলা উত্তর,তিতাস উপজেলা, দাউদকান্দি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।