sliderস্থানীয়

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী সিয়াম(১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সিয়াম উপজেলার ঘোষপাড়া গ্রামের হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ ধামইরহাট আঞ্চলিক সড়কে নজিপুর কাঁচা বাজার সংলগ্ন হরিরামপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
বালুবাহী ট্রাক্টর নজিপুর বাসস্ট্যান্ডের দিকে আসছিল এবং মোটরসাইকেল আরোহী সিয়াম ধামইরহাটে দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।
পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু হয়েছে সিয়ামের এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button