sliderস্থানীয়

পত্নীতলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবু তালেব (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার উত্তরদূর্গাপুর গ্রামের আইনুদ্দীন মহরীর ছেলে আবু তালেব।
স্থানীয়দের কাছে জানা যায়, আজ রবিবার (১৭ এপ্রিল) দুপুরে আবু তালেব মোটরসাইকেলে করে মেসেরবাজারের দিকে যাচ্ছিলো, কলেজ মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে সে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কোন অভিযোগ না থাকা লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button