
সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের সহযোগীতায় পটিয়া প্রেস ক্লাবে ইলেকট্রনিকস পণ্য (আইপিএস) প্রদান এবং পটিয়ার পত্রিকা হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, এসএমএকে জাহাঙ্গীর, আবেদুজ্জামান আমেরী, কামরুল ইসলাম, কাউছার আলম, সুজিত দত্ত, মহিউদ্দিন চৌধুরী, শাহজাহান চৌধুরী, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, উপদেষ্টা কাজী মোরশেদ, জাহাঙ্গীর মেম্বার, ইউসুফ খান, হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল আলম সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন মানবিক কাজ করছেন। সকলের সহযোগিতা পেলে ফাউন্ডেশন পক্ষ থেকে এ কাজ অব্যাহত রাখবেন।