sliderস্থানীয়

পটিয়ায় হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুঁরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনায় এক পক্ষ সংবাদ সম্মেলন করে আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় পাঁচুরিয়া এলাকায় হামলার শিকার আ.ন.ম. মহিউদ্দিন প্রকাশ নওশাদের পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নওশাদের বড় বোন শাহানারা বেগম। এসময় উপস্থিত ছিলেন- নওশাদের বোন জিন্নাত আরা বেগম, পাঁচুরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মাহমুদুল হক। এদিকে, হামলার ঘটনায় নওশাদের দায়ের করা অভিযোগটি গত সোমবার রাতে থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এতে আসামী করা হয়েছে হাবিলাসদ্বীপ গ্রামের মো. আরিফ, হাইদগাঁও গ্রামের সাইফুল ইসলাম সাইফু, চরকানাই গ্রামের মো. জুয়েল, মো. সোহেল,উত্তর হুলাইন গ্রামের মো. ইদ্রিস, সাইফুল ইসলাম, রবিন উদ্দিন, চরকানাই গ্রামের শাহজাহান ও মো. সোহেল।

লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন মহিউদ্দিন নওশাদের মালিকানাধীন মার্কেটের সামনে প্রতিপক্ষ গত ৪ ফেব্রæয়ারি সকাল ১১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেন। হামলার এক পর্যায়ে প্রতিপক্ষ কাঁচের বোতল ভেঙে ও দাঁড়ালো কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করে। এসময় আ.ন.ম. মহিউদ্দিন প্রকাশ নওশাদ (৩৩), তার ছোট ভাই মঈনুদ্দিন আজাদ (২৬)সহ তিন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত নওশাদ ও আজাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় জড়িদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button