sliderস্থানীয়

পটিয়ায় সৎ ছেলে মেয়ে বৃদ্ধা মাকে হত্যার হুমকির অভিযোগ

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাও ১ নং ওয়ার্ড নলান্ধা এলাকায় সৎ ছেলে- মেয়ের কতৃক বৃদ্ধ মা হাজেরা খাতুন(৬৫) কে হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ মে রাত সাড়ে ১১ টায়। এ ঘটনায় হাজেরা খাতুন বাদী হয়ে মোঃ নাছের, মোঃ ফারুক, মোঃ তৈয়ব, মোস্তাফিজুর রহমান, মোঃ হানিফ, মহিউদ্দিন, রাকিব, রিজিয়া বেগম মোছাম্মৎ কান্তার বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। অভিযোগ সুএে জানাযায়, মৃত আবুল বশরের স্ত্রী জায়গা ক্রয় করে দীর্ঘদিন যাবত বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। উক্ত জায়গা হাজেরা খাতুনের নামে বিএস নাম জারি খতিয়ান নং ৪৪৮ চুড়ান্ত প্রচার রয়েছে। প্রতিপক্ষ বিবাদীগণ উক্ত বসতভিটা তাদের নামে লিখে দিতে বলে। দীর্ঘদিন ধরে বিবাদীগণ বিভিন্ন সময়ে হাজেরা খাতুনকে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে। ।এতে বৃদ্ধ হাজেরা খাতুন তাদের কথা না রাখায় গত ২৪ মে রাতে নাছের গং বিভিন্ন আসবাবপত্র ঘরে মজুদ করে দখল নেওয়ার জন্য। এতে হাজেরা খাতুন এর কারণ ও বাঁধা দিলে ঐ সময় হাজেরা খাতুন কে গলায় ধাক্কা মারেন বলে হাজেরা খাতুনের অভিযোগ করেম। এঘটনার তদন্ত কর্মকর্তা এস আই জলিল জানান, ওসি নির্দেশে বৃদ্ধ হাজেরা খাতুনের অভিযোগের পরিপেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করি এসময় ঘটনার সত্যিতা পাওয়া যায়। তবে উভয় পক্ষকে আগামী মঙ্গলবার বিকেলে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button