সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া ছনহরা ইউনিয়নের ছিকন খলিফা দাখিল মাদ্রাসার ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবি ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, কাজী আবু জাফর, আনোয়ার উদ্দিন,মাওলানা শরীফ উল−াহ, মাওলানা ইউছুপ জিলানী, মাষ্টার হারুনুর রশিদ, মাষ্টার রাসেল বড়ুয়া, মাওলানা নুরুল আবছার, মাওলানা ফখরুল আলম, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা হেলাল উদ্দিন, মাষ্টার মামুনুর রশীদ, আবদুল করিম, মাওলানা আছহাব নুর, আঃলীগ নেতা আনোয়ার উদ্দিন, ইউপি সদস্য জাহিদুল হক, ইকবাল হোসেন, মহিলা সদস্য ফাতেমা বেগম, শাহিন আকতার, নুরুল আবছার খোকন, ছাএলীগ নেতা হান্নান প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার একটি সন্ত্রাসী কুচক্রী মহল মাদ্রাসার ভূমিতে হানা দিয়ে জায়গা দখলের চেষ্টা করে। এছাড়া মাদ্রাসার জায়গায় একটি অবৈধ পাকা দেয়াল নির্মাণ করে ভবনের ঠিকাদার থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা প্রতিবাদ করলে তাদের উপর গত মঙ্গলবার বিকাল ৪ টায় ইট,পাটকেল নিক্ষেপ করলে ২ জন এলাকার নিরীহ লোক আহত হয়। এ ঘটনার নেতৃত্বদানকারী দিদার আলমসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।