
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া পৌরসভার বৈলতলী সড়কস্থ আলম শাহ্ রোডে হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের আওতাধীন এতিমখানা ও হেফজখানায় মধ্যরাতে সন্ত্রাসী হামলা চালিয়ে এতিমখানার টিনসেট ঘর ও সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুস ছাত্তার জামে মসজিদের মোতায়াল্লী হাজী আবুল কালাম বাদী হয়ে শুক্রবার পটিয়া থানায় ফারজানা আকতার সহ ১৫/২০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী হাজী আবুল বশরের প্রতিষ্ঠিত আবদুস ছাত্তার জামে মসজিদের এতিমখানা ও হেফজখানার জায়গা দখলের জন্য উপজেলার ভাটিখাইন এলাকার প্রবাসী জনৈক মুছার স্ত্রী দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। এ সংক্রান্তে পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতে ২টি মিচ মামলা বিচারাধীন আছে। একটি মামলায় উভয়পক্ষকে স্থিতিবস্থা রাখার আদেশ দেন। উক্ত আদেশকে অমান্য করে গত ২৩ মার্চ দিনের বেলায় দুই দফায় ফারজানা আকতার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। পরে উক্তদিন রাত প্রায় সাড়ে ১১ টায় এতিমখানা ও হেফজখানায় ভাংচুর চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করেন। এছাড়া হামলাকারীরা মসজিদে ইট, পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে। বাদী আবুল কালাম জানান, এর আগেও ফারজানা আকতার আরেকবার এতিমখানায় ভাংচুর চালিয়েছিল। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, মোতোয়াল্লী আবুল কালামের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।