পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে পটিয়া উপজেলা বয় সমিতির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম
জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আ লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম, আলম মাঝি, মো আলী মাঝি,শফিকুল ইসলাম মাঝি,নাজিম মাঝি, হাসেম মাঝি, যুবলীগ নেতা ছোট, মো সুজন,বাদশা, আরিফ, আসিফ, আমিন, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসাইন। আলোচনা সভা শেষে বয় সমিতির প্রায় সাত শতাধিক নেতাকর্মীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে স্বাধীন-সার্বভৌম দেশে ফিরে আসেন। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে। দেশে এখনো পাক বাহিনীর দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের থেকে সর্তক থেকে মোকাবেলা করার আহবান জানান।