sliderস্থানীয়

পটিয়ায় প্রকাশিত সংবাদের ব্যাবসায়ী নাছিরের প্রতিবাদ

পটিয়া পৌর সদর ব্যাবসার প্রাণ কেন্দ্র ছবুর রোডে ননী সুপার মার্কেটে সুনামধন্য কেজিএন ষ্টোরের পরিচালক মো: নাছির উদ্দিন (৪৬) ননী সুপার মার্কেট থেকে তাকে আটক সংক্রান্ত বিষয়ে দৈনিক ইনফো বাংলা, দৈনিক চট্টগ্রাম মঞ্চ, দৈনিক জনতাসহ একাধিক অনলাইন পএিকায় প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ব্যাবসায়ি মোঃ নাছির উদ্দীন। প্রতিবাদ লিপিতে মোঃ নাছির জানান, আমি একজন ব্যাবসায়ি লেনদেন থাকবে এটি স্বাভাবিক। কিন্ত আমার প্রতিপক্ষ অরুন কান্তি ধরসহ পটিয়ার স্থানীয় কতিপয় কিছু ব্যাবসায়ির যোগসাজশে কৌশল বিভিন্ন চল-চাতুরী মাধ্যমে আমার বিরুদ্ধে ভুয়া ঠিকানায় ওকিল নৌটিশ ইস্যু করে অতঃপর কক্সবাজার আদালতে একটি মিথ্যা চেক ডিজাইনার মামলা দায়ে করে হয়রানী করে আমার ব্যাবসায়িক ও সামাজিক সন্মান ও সুনাম ক্ষুর্ণ করে ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে। আমি বিজ্ঞ আদালত প্রমান করব কে কার কাছে টাকা পায়। আমি উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ
জানাচ্ছি পাশাপাশি উক্ত সংবাদে বিভ্রান্তি না হওয়ার জন্য আমার সকল ব্যাবসায়ি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর প্রতি অনুরোধ রইল।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button