sliderস্থানীয়

পটিয়ায় নববধুর আত্মহত্যা

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় স্বামী ও শ্বাশুড়ির সাথে রাগ করে এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মাত্র ৪ মাস আগে বিয়ে হওয়া ওই মহিলার নাম মেহেরো আফরিন মাহিয়া(১৮)। পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে উত্তর গোবিন্দারখীল নজির আহমদ সওদাগর বাড়ির ভাড়া বাসা এই লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম আত্মহত্যার ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক ভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিহত মেহোরা আফরিন মাহিয়া’র স্বামী হাবিবুল হক বর্তমানে প্রবাসে রয়েছেন।
পটিয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ মামুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রুম খোলা অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত লাশটি দেখতে পাই। সুরতহাল রিপোর্ট করে এটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। নিহত মেহেরো আফরিন মাহিয়ার শ্বশুর বাড়ি হাইদগাঁও ১নং ওয়ার্ডে অলি সওদাগরের বাড়িতে হলেও তারা পৌরসভার ৯নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো।

Related Articles

Back to top button